
ভারত পাকিস্তানের খেলা: ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ যদিও দেশ দুটির মধ্যে রয়েছে তিক্ততার সম্পর্ক। তাই দুই দেশের মানুষের মধ্যে বিতর্ক লেগেই থাকে। কিছুদিন আগেই দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ ছিল। সেখানে জয়ী হয়েছে ভারত। এই দুই দেশের খেলা দেখতে বহু ভক্তরা উপস্থিত হয়েছিল স্টেডিয়ামে। সেখানেই এমন একটি ঘটনা ঘটলো যা দেখে অনেকে অবাক আবার অনেকে খুবই খুশী।
নেট পাড়ার স্টেডিয়ামের এক ভিডিও খুবই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক যুবক পাকিস্তানের জার্সি পরে বসে ছিল যা দেখে বোঝাই যাচ্ছে তিনি স্টেডিয়ামে এসেছিলেন পাকিস্তান টিমের ভক্তদের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করেই তিনি ঘটালেন এক ঘটনা। ক্যামেরা চালু রয়েছে তখন ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে হাসলেন। তারপরই পাকিস্তানের জার্সির ওপর পরে ফেললেন ভারতের জার্সি। তিনি বোঝাতে চাইলেন তিনি এবার ভারতীয় টিমের ভক্ত। এই নিয়ে ভারতের ভক্তরা খুশিতে চিৎকার করে উঠল।
কেন এইরকম সিদ্ধান্ত নিলো যুবক? ভারতের কাছে পাকিস্তানের হেরে যাওয়ার কারণে কি পাকিস্তানের ভক্ত ভারতের ভক্ত হয়ে উঠল? নাকি অন্য কিছু এই নিয়ে যুবককে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তবে সবার সামনে এইরকম একটি পদক্ষেপ যা যুবকের সাহসিকতার পরিচয় দেয়।