ছোট্ট অস্মিকার পাশে এবার দাঁড়ালো জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। ছোট্ট অস্মিকা আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ সবল নয়। এক বিরল রোগের শিকার হয়েছে ছোট্ট শিশুটি যায় নাম অস্মিকা।

ছোট্ট অস্মিকা মুখটা দেখলেই চোখ জুড়িয়ে যাবে আপনার কিন্তু তার শরীরটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এক বিরল প্রজাতির রোগের কারণে। মাত্র সাত মাস বয়সে শিশুটির এই বয়সেই কঠিন রোগের সঙ্গে লড়াই করে চলেছে সে। যে রোগের শিকার সে হয়েছে তারই একটি ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা।
রোগটির নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি (SMA) টাইপ I এই রোগটি জিন ঘটিত ত্রুটির কারণে হয়ে থাকে। যার ফলে শিশুটির নড়াচড়া, খাওয়া এমনকি বেড়ে ওঠা সবকিছুই ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে শিশুর শরীরের পেশীগুলো নষ্ট হতে থাকে ধীরে ধীরে। যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে শিশুটিকে বাঁচানো অসম্ভব। তাই অস্মিকার বাবা মা সোস্যাল মিডিয়ার দারস্থ হয়েছেন মেয়ের চিকিৎসার খরচের জন্য সাহায্য চাইতে।
অস্মিকাকে সুস্থ করতে গেলে একটি ইনজেকশনের প্রয়োজন। যেই ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা। কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত গুলো টাকা জোগাড় করাটা খুব কঠিন প্রায় অসম্ভব বললেই চলে। তাই আজকের যুগে দাঁড়িয়ে সোস্যাল মিডিয়া একটি বড়ো জায়গা যেখানে মানুষ নিজেদের সমস্যার কথা শেয়ার করলে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। তাই অস্মিকাকে সুস্থ করতে তার বাবা মা সোস্যাল মিডিয়ার দারস্থ হয়েছেন। সেখানে অনেক মানুষ অস্মিকার চিকিৎসার জন্য সাহায্য করেছেন। শুধুমাত্র সাধারণ মানুষই নয় অনেক তারকারাও অস্মিকার চিকিৎসার জন্য সাহায্য করেছেন। এবারে সবার প্রিয় জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিককে দেখা গেল অস্মিকার কাছে। অস্মিকা জগদ্ধাত্রীকে দেখে খুব খুশি। তার মুখে মিষ্টি হাসি যা দেখে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক ও খুব খুশি হয়েছে। আমরা সবাই চাই অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দর শৈশব জীবন উপলব্ধি করুক।