টিআরপি তে বড়ো চমক। প্রথম পাঁচে রইলো না কথা! প্রথম দশে কারা জায়গা পেল?

বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে টিআরপি। এই টিআরপির মাধ্যমে জানা যায় কোন সিরিয়ালটি জনপ্রিয়তার শীর্ষে। তাই প্রতি সপ্তাহে টিআরপির দিকে নজর থাকে সকলের। এই সপ্তাহের টিআরপিতে সবার প্রথমে রয়েছে পরিণীতা যার প্রাপ্ত নম্বর ৭.৯। উদয় প্রতাপ সিং ও ঈশানী চট্টোপাধ্যায় কে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় পরিণীতা সিরিয়ালে। গত সপ্তাহে টিআরপির দিকে থেকে এই সিরিয়ালটি প্রথম স্থানে ছিল আর এই সপ্তাহে ও তার অন্যথা হয়নি।

দ্বিতীয় স্থানে রয়েছে জী বাংলার আরও একটি সিরিয়াল ফুলকি যার প্রাপ্ত নম্বর ৭.৫। তৃতীয় নম্বরেও কিন্তু জী বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল রয়েছে সেটি হলো জগদ্ধাত্রী যার প্রাপ্ত নম্বর ৭.৪। এক থেকে তিনের মধ্যে এই সপ্তাহে স্টার জলসার কোনো সিরিয়াল জায়গা করে নিতে পারেনি। চতুর্থ নম্বরেও রয়েছে জী বাংলার জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন বসেছে যায় প্রাপ্ত নম্বর ৬.৯। আগের সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে আসতে পারেনি এই সিরিয়ালটি। তাই বলাই বাহুল্য এই সপ্তাহে টিআরপি তে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটি ভালো জায়গা করেছে। অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে গীতা এল এল বি। যার প্রাপ্ত নম্বর ৬.৮। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে স্টার জলসার সিরিয়াল।

কথা ও রাঙামতী তিরন্দাজ রয়েছে ষষ্ঠ ও সপ্তম নম্বরে। আগের সপ্তাহে কথা এক থেকে পাঁচের মধ্যে ছিল কিন্তু এই সপ্তাহে তার ধরে রাখতে পারেনি। কথার প্রাপ্ত নম্বর ৬.৫। রাঙামতী তিরন্দাজ এর নম্বর ৬.২। অষ্টম নম্বরে রয়েছে মিত্তির বাড়ি যার প্রাপ্ত নম্বর ৬। নয় নম্বরে জায়গা করে নিয়েছে উড়ান যার প্রাপ্ত নম্বর ৫.৭। আর দশ নম্বরে জায়গা করে নিয়েছে গৃহ প্রবেশ যায় প্রাপ্ত নম্বর ৫.৫।

এক নজরে প্রথম দশে কারা রয়েছে।

১. পরিণীতা(৭.৯)

২.ফুলকি(৭.৫)

৩.জগদ্ধাত্রী(৭.৪)

৪. কোন গোপনে মন ভেসেছে (৬.৯)

৫.গীতা এল এল বি(৬.৮)

৬.কথা(৬.৫)

৭.রাঙামতী তিরন্দাজ (৬.২)

৮.মিত্তির বাড়ি (৬)

৯.উড়ান(৫.৭)

১০.গৃহপ্রবেশ(৫.৫)

Leave a Comment