
আজকের আবহাওয়া: কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ তার সঙ্গে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এর সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুধুমাত্র তাই নয় এর সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। গরমের শুরুতে ঘোর নিম্ন চাপ।
কোথায় তৈরি হয়েছে নিম্নচাপ?
পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকুল থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা সৃষ্টি হয়েছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর ফলেই শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার সঙ্গে চলতে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
কতদিন পর্যন্ত স্থায়ী হবে নিম্নচাপ?
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইবে। যার মধ্যে রয়েছে কলকাতা, হাওয়া, উওর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্ৰাম, নদীয়া, মুর্শিদাবাদ ইত্যাদি। আগামীকাল অর্থাৎ শুক্রবার উওর বঙ্গের উচ্চ জায়গা গুলিতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি স্থায়ী থাকবে আগামী রবিবার পর্যন্ত।