বিয়ের পর বরকে ছাড়াই ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করলো অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী

কয়েক মাস আগেই বিয়ে করেছেন অভিনেতা আদৃত রয় এবং অভিনেত্রী কৌশম্বি চক্রবর্তী। বিয়ের পর এটাই তাদের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু সম্প্রীতি কৌশাম্বি চক্রবর্তী নিজের instagram প্রোফাইলে একটা ছবি শেয়ার করেছেন যার ক্যাপশনে লিখেছে “ভালোবাসারই মরসুম”।

যেখানে কৌশম্বি চক্রবর্তী একটি লাল রঙের শাড়িতে ধরা দিয়েছেন। অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না এতটাই অসাধারণ দেখতে লাগছে অভিনেত্রীকে। কিন্তু এই ছবি শেয়ার করার পর  অনেকে মন্তব্য করেছেন তাহলে কি কৌশাম্বি চক্রবর্তী আদৃত রয়কে ছাড়াই ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করছেন।

আসলে ব্যাপারটা সেরকম কিছুই না। বর্তমানে কৌশাম্বি চক্রবর্তী ফুলকি ধারাবাহিকে অভিনয় করছে ফুলকির বড় জা এর চরিত্রে। সেই ধারাবাহিকেই ভ্যালেন্টাইন স্পেশাল এপিসোড চলছে সেই এপিসোডেই অভিনয়ের জন্য এই লুকটা দেওয়া হয়েছে কৌশাম্বি চক্রবর্তীকে। তাই সেটি সে তার ফ্যানেদের সাথে শেয়ার করে নিয়েছেন নিজের instagram প্রোফাইলে।

বিয়ের আগে থেকেই বহু চর্চিত হয়েছিল এই জুটিটি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দুজনের প্রেম এবং তারপরে সেই প্রেমের পরিণতি বিয়েতে গিয়ে পৌঁছায়। “মিঠাই” ধারাবাহিক থেকেই দুজনের এই প্রেম পর্ব চলতে থাকে, কিছু কিছু মানুষ এই জুটিকে খুবই পছন্দ করে আবার কিছু মানুষ মিঠাই এবং উচ্ছেবাবু জুটিটিকে খুব পছন্দ করায় এই বিয়েটিকে মেনে নিতে পারেনি। কিন্তু বর্তমানে আদৃত রয় এবং কৌশাম্বি চক্রবর্তী সুখে সংসার করছে।

Leave a Comment