
জনপ্রিয় ইউটিউবার প্রহ্লাদ মাইতি। তবে এই নামটিতে তাকে খুব কম লোকই চেনে এটা তার নিজস্ব নাম হওয়া সত্ত্বেও তার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী সবাই তাকে বিষাক্ত ছেলে বলেই চেনে। ইউটিউবে “বিষাক্ত ছেলে”নামে একটি রোস্টিং চ্যানেল রয়েছে তার। অনবদ্য রোস্টিং এর মাধ্যমে তিনি একজন জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠেছে।
গত ১৩ ই ফেব্রুয়ারি ২০২৫ সালে তিনি বিবাহ সম্পন্ন করেন। তার স্ত্রীয়ের নাম অম্বিকা গায়েন। সেই বিয়ের কিছু ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিষাক্ত ছেলে ওরফে প্রহ্লাদ মাইতি।
ভালোবেসে বিয়ে করছেন ইউটিউবার প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলে ছবির নিচে ক্যাপশনে লিখেছেন ‘কথা দিয়েছিলাম কথা রেখেছি।” বিয়ের দিনে বাঙালি বরের রুপে দেখা মিলল ইউটিউবার প্রহ্লাদ মাইতির ।পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি, গলায় গামছা সঙ্গে গলায় রজনীগন্ধার মালা, মাথায় টোপর এককথায় অসাধারণ দেখতে লাগছিল ইউটিউবার প্রহ্লাদ মাইতিকে।
অপরদিকে কনেও কিন্তু পিছিয়ে ছিল না। অসাধারণ দেখতে লাগছিল অম্বিকা গায়েনকেও। লাল রঙের বেনারসিতে সেজে উঠেছিল অম্বিকা সঙ্গে একেবারে বাঙালিয়ানা ছোঁয়া। কপালে সুন্দর কলকা, নাকে নথ গায়ের সোনার গয়না, কপালে টিকলি, মাথায় সুন্দর ওড়না, শিখিতে সিঁদুর এবং মুখে মিষ্টি হাসি। এক কথায় অম্বিকার থেকেও কিন্তু চোখ সরানো যাচ্ছিল না।
বিয়েটা পরিবারকে সঙ্গে নিয়েই সেরে ফেললেন প্রহ্লাদ মাইতি। তেমন কোন ইউটিউবার কে আমন্ত্রণ করতে দেখা যায়নি প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলেকে। শুধুমাত্র পরিবারের লোক এবং কাছের কয়েকটি মানুষকেই দেখা গেল সেই ছবির মাধ্যমে। নিচে ক্যাপশনে লিখতে দেখা গেল আমার পরিবার
