প্রিয়াঙ্কা চোপড়া খুবই জনপ্রিয় অভিনেত্রী। প্রথম জীবনে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউড সিনেমার দ্বারা। অভিনয় জগতে কাজ করতে করতে আলাপ হয় তার স্বামী নিক জোনাসের সঙ্গে। ২০১৮ সালে তারা বিয়ে করেন। ২০২০ সালে সারা বিশ্বের মাধ্যমে তারা একটি কন্যা সন্তানের জন্ম দেয়।
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউড জগতে অনেকদিন কাজ করতে দেখা যায়নি। বর্তমানে তিনি হলিউড ছবি নিয়েই ব্যস্ত ছিলেন। তার স্বামীও একজন হলিউড সিঙ্গার। সম্প্রীতি অভিনেত্রী সিদ্ধার্থ এবং নিলামের মেহেন্দি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানেই কিছু ছবি তিনি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন।
যেখানে তিনি একটি সুন্দর গ্রাউন পড়েছেন এবং মেয়েকেও একটি সুন্দর ড্রেস পরিয়েছেন। মেহেন্দি অনুষ্ঠানে তিনি ডান্স ও করেছেন। মেয়ের হাতেও সুন্দর একটি মেহেন্দি করিয়েছেন এবং নিজেও কিন্তু মেহেন্দি থেকে বাদ থাকেননি নিজের হাতেও সুন্দর একটি মেহেন্দি করিয়েছেন তিনি।
কিন্তু যতগুলো ছবি তিনি পোস্ট করেছেন তাতে তার মেয়ের মুখ স্পষ্ট করে দেখাননি দর্শকদের। এখানেই হয় যত সমস্যা, এই ছবি দেখে অনেকে প্রিয়াঙ্কাকে নানাভাবে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন “মেয়ের মুখ না দেখিয়ে কি লাভ একদিন তো সবাই দেখতে পাবে”। আবার অন্য একজন বলেছেন “পৃথিবী আগের মতোই থাকবে তাতে তুমি তোমার মেয়ের মুখ দেখাও আর না দেখাও।” আবার অনেকে প্রিয়াঙ্কার প্রশংসাও করেছেন।
অনেকে মন্তব্য করেছেন “প্রিয়াঙ্কার ড্রেসটি খুব সুন্দর” আবার অনেকে মন্তব্য করেছেন “যাই হোক ভারতের বাইরে থেকে কালচারটা যে ভুলে যাওনি এটা দেখে খুব ভালো লাগলো”।
প্রিয়াঙ্কা তার পুরো পরিবারের সাথে চুটিয়ে আনন্দ করেছেন তাকে নতুন নতুন পোশাকে এবং নতুন ভাবে দেখা যাচ্ছে।

