যমজ সন্তান নাকি মা মেয়ে! হ্যাঁ এটাই সত্যি আপনিও অবাক হবেন।

সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ব্যাপক জনক ভাবে ভাইরাল হয়ে উঠেছে। অভিনেত্রী আলিয়া ভাট এবং তার স্বামী রানবির কাপুর জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তারা তাদের কেরিয়ারের সাফল্যের চূড়ায় রয়েছে তাদের একমাত্র কন্যা রাহা ও আলিয়া ভাটের ছোটবেলার একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

একদিকে রয়েছে আলিয়া ভাটের ছোটবেলাকার একটি সাদা কালো ছবি এবং অপরদিকে রয়েছে তার মেয়ে রাহার একটি রঙিন ছবি দুটো ছবি প্রায় একই রকম দেখতে। আপনি যদি হঠাৎ করে ছবিটির দিকে তাকান তাহলে আপনার মনে হতে পারে হয়তো দুটো জমজ সন্তান। নয় তো একই সন্তানের দুটো অন্যভাবে তোলা ছবি। কিন্তু এর কোনটাই সত্যি নয়। কিন্তু প্রায় যমজ সন্তানের মতই দেখতে একই চোখ একই মুখ এমন কি ছোট্ট নাকটিও একই রকম আর মায়ের মতই কোঁকড়ানো চুল রাহারও। যেন মনে হচ্ছে আলিয়ারই আবার পুনর্জন্ম হয়েছে তারই মেয়ের মাধ্যমে।তাই বলাই বাহুল্য যেমন মা সুন্দরী সেরকমই তার মেয়েও সুন্দরী। আলিয়া এবং তার মেয়ের এই যুগলবন্ধী সুন্দর ছবিটিতে নেটিজেনরা কয়েক মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। ছবিটি বলিউড ফাইভ ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে এবং সেখানে ক্যাপশনে লেখা রয়েছে “like mother like daughter! Alia and Raha”এই ছবিটি ৮৬ লক্ষ ৬৬ হাজার ৭৪৮ টি লাইক পেয়েছে।

Leave a Comment