
শনিদেবের প্রিয় রং কি জানেন? শনিদেব হল ন্যায়ের দেবতা। শনিদেব কঠোর ভাবে ন্যায়বিচার করেন তিনি সবসময় সত্যের পথে থাকেন তাই যারা সত্য পথে থাকে, যারা কঠোর পরিশ্রম করে তাদের প্রতি শনিবার সবসময়ই প্রসন্ন হন।
কিন্তু শনিদেবের প্রিয় রং কি তার জানলে আপনিও অবাক হবেন। শনিদেবের প্রিয় রং হল কালো। কালো রং কে অশুভ বলে মনে করা হয় কিন্তু এই কালো রং শনিদেবের বড়ো প্রিয়। শনিদেবের কালো রং প্রিয় হওয়ার কারণও রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক কেন শনিদেবের প্রিয় রং কালো?
শনিদেব দেবী ছায়া ও সূর্যদেবের সন্তান তাই শনিদেবকে ছায়াপুত্র বলা হয়। শনিদেবের গায়ের রং কালো তাই সূর্যদেব প্রথমে তাকে নিজের সন্তান বলে গ্ৰহন করেননি। পরে যদিও তিনি শনিদেবকে নিজের পুত্র বলে স্বীকার করেছিলেন। শনিদেবের বাহন কাক তারো গায়ের রং কালো। এছাড়াও শনিদেব দুষ্টের দমন করেন, ভুল কাজ তিনি মোটেও পছন্দ করেন না। যেহেতু জগতের সব কালো অর্থাৎ অন্ধকার সরানো শনিদেবের কর্তব্য তাই এই রংটি শনিদেবের বড়ই প্রিয়।
শুধুমাত্র কালো রং নয় এছাড়াও শনিদেবের আরও একটি প্রিয় রং হল নীল। শনিদেবকে প্রসন্ন রাখতে শনিবারে কালো বা নীল রঙের পোশাক পরতে পারেন এতে শনিদেব আপনার ওপর দয়াবান হবেন আপনার সব শুভ কাজ সম্পন্ন হবে কোনো বিঘ্ন ঘটবে না।