সরস্বতী পূজায় আবারও একসাথে দেব কোয়েল

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব কোয়েল। এদের টেলিভিশন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছে। এই একটা জুটি যাদের কিনা কোনো হেটার্স নেই। কিন্তু অনেকদিন ধরে এনাদেরকে একসাথে আর টেলিভিশনের পর্দায় পাওয়া যায় না। অনেকগুলো জনপ্রিয় মুভি তার মধ্যে রয়েছে “পাগলু”,”রংবাজ”, “মন মানে না”,” বলোনা তুমি আমার” ইত্যাদি মুভি গুলোর মাধ্যমে এই জুটিটি দর্শকদের প্রিয় হয়ে ওঠে।

বর্তমানে দেব কোয়েল একসাথে কোনো মুভি না করায় দর্শকদের মনে সেই ছাপ অনেকটাই পড়েছে। অনেকেই অপেক্ষা করে আছে কখন আবারো এই জুটিটাকে একসাথে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। যদিও এখনো সেই ব্যাপারে কোন তথ্য উদঘাটন হয়নি যে আবারও এই জুটিটি একসাথে কোন মুভি করছে বলে।

কিন্তু এরই মাঝে সরস্বতী পুজোর দিন অভিনেত্রী কোয়েল মল্লিক তার instagram এ একটি ছবি শেয়ার করে যাতে পাশাপাশি দাঁড়িয়ে আছে দেব কোয়েল। এটা দেখে দেব এবং কোয়েল ভক্ত উচ্ছ্বাসে ফেটে পড়েছে। সত্যি অনেকদিন পর যে এই দুই প্রিয় মানুষকে একসাথে দেখা গেল সেটা তো গভীর আনন্দের থেকে আর কিছুই নয় এই জুটিটির ভক্তদের কাছে।

যে ছবিটি কোয়েল মল্লিক শেয়ার করেছেন সেটাতে কোয়েল একটি হলুদ রঙের লাল এবং হলুদ পাড় যুক্ত শাড়ি পড়েছেন সঙ্গে ম্যাচিং হলুদ রঙের ব্লাউজ ।খোলা চুল ,কপালে টিপ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। অভিনেত্রী দিক থেকে যেন চোখ সরানো যাচ্ছে না। অন্যদিকে দেবকে দেখা গেল একটি সুন্দর হোয়াইট শার্ট এবং জিন্স প্যান্টে।

সম্প্রীতি দেব দর্শকদের “খাদান” মুভি উপহার দিয়েছেন। সেই মুভির জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছে। তারই মাঝে সরস্বতী পুজোতে কোয়েলের সাথে একই ফ্রেমে দেখা গেল দেবকে। এই ছবিটি দেখে এই জুটিটির ভক্তরা ছবিটিকে অনেক ভালোবাসা দিয়েছে। এই জুটিটির ভক্তরা অপেক্ষায় আছে আবার কবে এই জুটিটিকে টেলিভিশনের পর্দায় একসাথে দেখা যাবে।

সম্প্রীতি কোয়েল মল্লিক একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তাই কিছুদিন ওই একরত্তিকে নিয়ে ব্যস্ত আছে অভিনেত্রী। এখনো কোনো মুভিতে অভিনয় করার কথা তিনি উল্লেখ করেননি। এখনো পর্যন্ত কোয়েল মল্লিক তার কন্যা সন্তানের নাম এবং মুখ কোনটাই প্রকাশ্যে আনেননি। সেই কন্যার ছবি এবং নাম জানার জন্য দর্শকরা অপেক্ষায় আছে।

Leave a Comment