সোনার দামে অবিশ্বাস্য চমক। Today gold rate

আবারো হলুদ ধাতুতে ফের চমক। কত হলো সোনার দাম আসুন জেনে নেওয়া যাক।

দিন দিন মধ্যবিত্তদের সাধ্যের বাইরেই চলে যাচ্ছে এই হলুদ ধাতুর দাম। আজ ১৪ ই ফেব্রুয়ারি ভালবাসার দিনে সাধ্যের বাইরে বেরিয়ে গেল হলুদ ধাতুর দাম। আজ কলকাতায় ২২ ক্যারেট এক গ্ৰাম স্বর্ণের দাম ৭৯৯০ টাকা। দশ গ্রামের দাম দাঁড়াচ্ছে ৭৯৯০০ টাকা। যেখানে ১০০ গ্রাম স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ৭৯৯০০০ টাকা। গতকাল 22 ক্যারেট এক গ্ৰাম স্বর্ণের দাম ছিল ৭৯৮০ টাকা ।আজকে স্বর্ণের মূল্য ১০ টাকা বেড়ে গিয়েছে প্রতি গ্রামে। অন্যদিকে ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছেন ৮৭১৬ টাকা প্রতি গ্রাম। যেটি গতকাল ছিল ৮৭০৫ টাকা প্রতি গ্রাম। এখানেও তফাত দাঁড়িয়েছে প্রায় এগারো টাকা। গতকাল ১৮ ক্যারেট স্বর্ণের দাম ছিল ৬৫২৯ টাকা প্রতি গ্রাম আজ সেই ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৬৫৩৮ টাকা প্রতিগ্রাম এখানেও দামের তফাৎ নয় টাকার। অর্থাৎ দামের দিক থেকে সোনার দাম উর্ধ্বমুখী এটা বোঝাই যাচ্ছে। তাই বিয়ের মৌরসুমে গয়না গড়ানো মধ্যবিত্তদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ https://bartatime.com/wp-admin/index.php

Gold rate today

Leave a Comment