
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু। সম্প্রতি ৮০০ পর্ব পার করতে চলেছে। একের পর এক গল্পের মোড় নিয়ে দর্শকদের মন জয় করে গেছে বরাবরই। বলাই বাহুল্য পর্ণা ও সৃজন জুটিকে দর্শকরা বরাবরই ভালোবাসা দিয়ে গেছে।
প্রতিটা এপিসোডে সিরিয়ালে একের পর এক টুইস্ট নিয়ে আসে। গল্পটা একবারে ২০ বছর এগিয়ে যাওয়াতেও সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু কমে যায়নি। বরং এখনো সেরা দশের মধ্যে ৫ নং এ রয়েছে এই সিরিয়ালটি। এখন বাস্তব সময়ে যেখানে কোনো কোনো সিরিয়াল ছয় মাস পার করতে হিমসিম খাচ্ছে সেখানে দাঁড়িয়ে নিম ফুলের মধু দুবছর পার করতে সক্ষম হয়েছে তাই বলাই বাহুল্য সিরিয়ালটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে।
কিন্তু এরই মাঝে প্রশ্ন উঠেছে তাহলে কি ৮০০ বছর পার করেই শেষ হয়ে যাবে নিম ফুলের মধু? না এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে। বরং ৮০০ পর্ব পূর্ণতা লাভ করায় সেটার উৎযাপন করা হবে।