দেবের গানে অদ্ভুত কান্ড ঘটালো শুভশ্রী।

দেবের গানে অদ্ভুত কান্ড ঘটালো শুভশ্রী

দেব শুভশ্রীর জুটি নিয়ে আলোচনার শেষ নেয়। যদিও এখন দুজনেই নিজেদের জীবন নিয়ে খুশি। দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। দুজনের প্রেম বিচ্ছেদ সেই সব এখন অতীত শুভশ্রী গাঙ্গুলী এখনো রাজ চক্রবর্তীর ঘরনী সাথে দুই সন্তানের মা। ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনী কে নিয়ে ভালোই দিন কাটাচ্ছেন রাজ শুভশ্রী। এদিকে দেব তার প্রেমিকা রুক্মিণী কে নিয়ে সুখী রয়েছেন। দুজনেই নিজেদের জীবনের খুঁটিনাটি বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করার কথা ভোলেননি।

সম্প্রতি দেব ও শুভশ্রী অভিনীত একটি ছবির গান নিয়ে শুভশ্রীর কান্ড দেখে অবাক নেট পাড়া। গানের লিরিক্স ছিল কবে আসবে আমার পালা রে কবে দিমু গলায় মালা রে সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল এই গানটি। সিনেমার নাম ছিল রোমিও। যেখানে দেব শুভশ্রী জুটি সকলের নজর কেড়েছিল। এত বছর পর সেই গানের সঙ্গে ইয়ালিনীকে কোলে তুলে নিয়ে নাচতে দেখা গেল শুভশ্রী কে যা দেখে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া।

অনেকের মনে প্রশ্ন ওঠে দেবের গানে শুভশ্রীর নাচ এটা কি করে সম্ভব। কারন বিচ্ছেদের পর দেব শুভশ্রী কে একসাথে কাজ করতে দেখা যায়নি আর। সেই নিয়ে প্রশ্ন উঠলে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী জানান আরো তো অনেক জুটিই আছে তাহলে শুধু দেব শুভশ্রী জুটি কেন? এই প্রশ্নের মাধ্যমে রাজ বুঝিয়ে দিয়েছেন শুভশ্রী আর দেবের নতুন করে আর কোনো ছবি দেখতে পাবেন না।

অপরদিকে শুভশ্রীকে যখন প্রশ্ন করা হয় তখন শুভশ্রী জানান নতুন কোনো ছবিতে কাজ করতে হলে তার কাছে প্রথমে ছবির গল্পটা ভালো হতে হবে। চ্যালেঞ্জ ছবির মতো কোনো গল্প হলে সেটা সে করবে না। অভিনেত্রীর এই মন্তব্য মানুষের মনে প্রশ্ন তুলেছে। যেহেতু চ্যালেঞ্জ ছবির অভিনেতা দেব ছিল তাই কি তিনি এমন মন্তব্য করেছেন। তাই দেব শুভশ্রী অভিনীত রোমিও সিনেমার কবে আইবে আমার পালা রে গানটিতে ইয়ালিনীকে কোলে তুলে নিয়ে নেচে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

Leave a Comment