মাথা ভর্তি সিঁদুর সঙ্গে ওয়েস্টার্ন ড্রেস নতুন লুকে নজর কাড়লেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাশ

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাশ

সম্প্রতি কয়েক মাস আগেই বিয়ে করেছেন অভিনেতা রুবেল দাশ ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। বিয়ের আগে থেকেই এই জুটি বহু মানুষের পছন্দের একটি জুটি হিসেবে পরিচিতি পেয়েছে। বরাবরই নিজের রুচিশীল পোশাকের জন্য প্রশংসিত হয়েছে শ্বেতা। অভিনেত্রী মানেই যে ছোট খাটো পোশাক পরতেই হবে সেই চিন্তা ধারা ভেঙে বরাবরই নিজের পোশাকের প্রতি নজর রেখেছেন তিনি। আজ পর্যন্ত তাকে কোনো ছোটখাটো পোশাক পরতে দেখা যায়নি। তাই এবারেও এক ওয়েস্টার্ন ড্রেস পরে তাকে লাগিয়ে দিল শ্বেতা।

পরনে ডার্ক ব্লু রঙের গাউন হাতে সুন্দর ব্রেসলেট আর সবথেকে যেটা নজর কেড়েছে সেটা হল শ্বেতার সিঁথি ভর্তি সিঁদুর। বিয়ের পর এখন আর আগের মতো সিঁদুর পরার চলটা প্রায় নেই বললেই চলে আর সেটা যদি প্রশ্ন ওঠে কোনো অভিনেত্রীর বিয়ের তখন তো সিঁদুর পরার চল প্রায় নেই বললেই চলে। সেই সমস্ত কথা না ভেবে সুন্দর করে মাথা ভর্তি সিঁদুর পরে দেখা গেল শ্বেতাকে। তাকে দেখলে যেকেউ প্রশংসা করতে বাধ্য হবে তার বলাই বাহুল্য। সঙ্গে বৌয়ের থেকে একদম পিছিয়ে ছিল না রুবেল ও। রুবেল কেও দেখা গেল একটি কালো রঙের জামা পরতে সঙ্গে হাতে কালো রংয়ের ঘড়ি। সবমিলিয়ে অপূর্ব লাগছিলো দুজনকেই।

এত সুন্দর করে সেজে কোথায় গিয়েছিলেন তারা এই নিয়ে অনেকের মনে প্রশ্ন ওঠে। সম্প্রতি জি বাংলার ২৫ তম জন্মদিন পালনের জন্য জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে শুধুমাত্র শ্বেতা রুবেল নয়। এসেছিলেন জি বাংলার জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রী। সেখানেই শ্বেতা ও রুবেলের লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সবাই। এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছে দুজনেই। সেখানেও ছবিটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সমস্ত অনুরাগীরা। কেউ কেউ লিখেছেন আমার প্রিয় জুটি। আবার কেউ কেউ লিখেছেন সবথেকে সেরা জুটি।

ওদিন দুজনকেই দারুন মজা করতে দেখা গিয়েছিল। একে অপরকে নিয়ে নাচ গানে মেতে ছিলেন। সঙ্গে সুন্দর সুন্দর ছবি তুলেছেন সবার সঙ্গে। সম্প্রতি শ্বেতা শ্যামলীর চরিত্রে ও রুবেল নতুন সিরিয়াল তুই আমার হিরো তে প্রধান চরিত্রে অভিনয় করছেন।

Leave a Comment