Astro tips: শনিবারে ভুলেও করবেন না এই কাজ! রুষ্ট হবেন শনিদেব।

astro tips : শনিবার ভগবান শনিদেবের জন্য বিশেষ একটি দিন। এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে রুষ্ট হন শনিদেব। জীবন হয়ে যাবে ছারখার। জীবন থেকে সব সুখ শান্তি মুছে যাবে। কাজে বিঘ্ন ঘটবে। কোনো শুভ কাজ সম্পন্ন হবেনা। আসুন জেনে নিই কোন কাজগুলো ভুলেও শনিবারে করবেন না।

১. শনিবারে ভুলেও ছেঁড়া জামা পরিধান করবেন না। ছেঁড়া, নোংরা, রং ফিকে হয়ে যাওয়া জামাকাপড় পড়লে শনিদেব রুষ্ট হন। শনিদেবকে প্রসন্ন রাখতে পরিস্কার জামাকাপড় পরিধান করবেন।

২. শনিবারে ভুলেও কোনো পশুপাখিকে আঘাত করবেন না। যত পশুপাখিদের আপনি ভালোবাসবেন শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন। তাই পশুপাখিদের যত্ন নেবেন। যদি যত্ন নিতে নাও পারেন তাহলে ভুলেও তাদের আঘাত করবেন না।

,৩. শনিবারে ভুলেও অযথা কারোর সাথে ঝগড়া করবেন না এতে শনিদেব রুষ্ট হবেন। শনিদেব ন্যায়ের দেবতা তাই আপনি যদি অযথা কারণে কারোর সাথে ঝগড়া করেন তাহলে এর ফল আপনাকেই ভোগ করতে হবে। তাই ভুলেও এই কাজ করবেন না।

৪. শনিবারে কাউকে গালাগাল দেবেন না। কাউকে কুকথা বললে আপনার পাপ হবে যার ফলে আপনার জীবনে দুর্গতি নেমে আসবে তাই ভুলেও এই কাজ করবেন না। শনিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

৫. শনিবারে মদ পান করবেন না। মদ শরীরের জন্য খুবই ক্ষতিকর। শনিবারে মদ পান করলে শনিদেব রুষ্ট হন তাই নিজের জীবনে শান্তি বজায় রাখতে ভুলেও শনিবারে মদ পান করবেন না।

Leave a Comment