
Egg and hen Price: হুড়মুড়িয়ে কমছে ডিম ও মুরগির মাংসের দাম। একে চলছিল মহাকুম্ভ তার ওপরে ঘাড়ে এসে জুটেছে ব্লাড ফ্লু। তাই ডিম ও মুরগির মাংসের দাম নিম্নমুখী। উওর প্রদেশে মহাকুম্ভ মেলার ৯০ কিলোমিটারের মধ্যে ডিম ও মুরগির মাংসের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে করে উওর প্রদেশের মুরগি ও ডিম বিক্রি করা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে।
শুধুমাত্র উওর প্রদেশেই নয় মহাকুম্ভের জন্য বাংলাতেও মুরগির মাংসের চাহিদা কমে গেছে। সঙ্গে কমেছে ডিমের চাহিদা। এরপরই মাথা নাড়িয়ে দিলো ব্লাড ফ্লু এর খবর। প্রথমে অন্ধ্রপ্রদেশে ও পরে মহারাষ্ট্রে ব্লাড ফ্লু ধরা পড়ায় সেখানে মুরগির মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরে জানা গিয়েছে তেলেঙ্গানা ও বাদ রইলো না সংক্রমণের হাত থেকে। সেখানেও ব্লাড ফ্লু ধরা পড়ায় মুরগির মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এখন শুধুমাত্র বাংলাতেও বেশি পরিমাণে মুরগির খামার রয়েছে। এখুনি বাংলার মানুষদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবু মুরগির দাম কমেছে চোখে পড়ার মতো। যেখানে ১৫-২০ দিন আগেও মুরগির মাংসের দাম ছিল ২৫০ টাকা প্রতি কেজির দাম। সেখানে কোনো কোনো বাজারে ১৫০ টাকা প্রতি কেজিতে মুরগির মাংস বিক্রি করা হয়েছে বলে জানা যায়। সঙ্গে দাম কমেছে ডিমের। খুচরো ডিমের প্রতি পিস দাম দাঁড়াচ্ছে সাড়ে পাঁচ টাকা। এক পাতা অর্থাৎ ৩০টি ডিমের দাম দাঁড়াচ্ছে ১৫০ -১৫৫ টাকা।
বাংলাতে এখনো পর্যন্ত মুরগির মাংস বিক্রির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবু বাজার মন্দা র মুখে পড়ায় খামার ব্যবসায়ীরা চিন্তায় রয়েছেন। কিছু ব্যবসায়ীদের দাবি এভাবে চলতে থাকলে খামারের খরচ উঠবে কিনা তার নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।