Hrithik Roshan son নেট দুনিয়ায় ভাইরাল হলো হৃত্বিকের ছেলে হৃদান। কিন্তু কেন?

Hrithik Roshan son: দ্য রোশনাই এর সাকসেস পার্টিতে হাজির হয়েছিল হৃত্বিক রোশনের ছেলে হৃদান রোশন সেখানেই বাবার থেকে লাইম লাইটে এলো হৃত্বিক রোশনের ছেলে হৃদান রোশন। কি এমন করলো সে যে ভাইরাল হতে এক মিনিট ও সময় লাগলো না। আসুন জেনে নেওয়া যাক।

আসলে বাবার সাথেই দ্য রোশনাই এর সাকসেস পার্টিতে হাজির হয়েছিল হৃত্বিক রোশনের ছেলে হৃদান রোশন। এখানে তার সুন্দর চেহারা দর্শকদের মন জয় করে নিয়েছে। তার চুল ঠিক করার ধরন, তার দাঁড়ানোর ধরন, তার হাসি সমস্তটাই দর্শকদের মনে ধরেছে। তাই ইনস্টাগ্রামে তার এই ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। কেউ কমেন্ট করেছে “আমার প্রিয় অভিনেতার ছেলে ও অভিনেতার মতোই প্রিয় হয়ে উঠেছে “। আবার কেউ কমেন্ট করেছে “he is so pretty 😍” আবার কেউ কমেন্ট করেছে “আমরা প্রত্যেকে হৃদানকে টেলিভিশনের পর্দায় পেতে চাই”।

বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে হৃত্বিক রোশন ও সুজান খান এর। বর্তমানে দুজনেই নিজেদের নতুন সঙ্গীদের নিয়ে সুখী আছেন। বর্তমানে সুজান খান এর সাথে সম্পর্কে আছেন আর্সলান গোনি। অপরদিকে হৃত্বিক রোশন ও সাবার সম্পর্ক কারোর অজানা নয়। সুজান খান ও হৃত্বিক রোশনের দুই ছেলে। বড়ো ছেলে হৃহান এবং ছোটো ছেলে হৃদান। যখন হৃত্বিক রোশন ও সুজান খান এর বিচ্ছেদ হয়ে যায় তখন হৃহান এবং হৃদান খুবই ছোট্ট ছিল।

কবে হৃদান অভিনয় জগতে আসবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি হৃদান রোশন বা তার পরিবারের সদস্যদের। বাবা মা এর বিচ্ছেদের পর মায়ের সাথেই থাকে হৃহান এবং হৃদান। পরবর্তী সময়ে তারা বাবার অভিনয় জগত কে পেশা হিসেবে বেছে নেবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে নেটিজেনদের মন্তব্য যদি হৃদান রোশন অভিনয় জগতে আসেন তাহলে এখনকার অভিনেতাদের দশ গোল দিতে পারে।

Leave a Comment