
ssc scam news:
ssc scam news west bengal
scc scam news: ইতিমধ্যেই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। কারা যোগ্য আর কারা অযোগ্য তার বিচার করা যাইনি তাই হাইকোর্টের নির্দেশ ছিল পুরো প্যানেল বাতিল করার কিন্তু তার না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকুরীজীবীরা। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার রায় দিয়েছেন পুরো প্যানেল বাতিল করার জন্য শুধুমাত্র তাই নয় এতদিন তারা যা মাইনে পেয়েছেন তার পুরোটাই সুদ সহ ফেরতে দিতে হবে তাদের। এই নিয়ে সবাই ভেঙে পড়েছে।
অনেকের বক্তব্য এখন খাবেন কি তাই তারা জানেন না তাহলে ৯ বছরের চাকরির টাকা সুদ সহ ফেরতে দেবেন কীভাবে। আবার কেউ কেউ রাজ্যের সরকারের ভরসায় রয়েছেন। এমন সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভেঙে পড়তে দেখা যাচ্ছে। প্রতিটা বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি পরিবারের মতো তাই সেখান থেকে হঠাৎ করে কাউকে হারিয়ে ফেলায় কষ্ট যে অনেকটাই তার বোঝানোর দরকার পড়বে না। এমনি একটি ছবি দেখা গিয়েছে নেট দুনিয়ায়। নিজের সাধ্য মতো শিক্ষককে উপহার দিয়ে কান্নায় ভেঙে পড়লো ছাত্রী। ছাত্রীর কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারেনি শিক্ষক। ছাত্রীকে জড়িয়ে ধরে নিজেও কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক। এ ঘটনা যে কতটা কষ্ট দায়ক তার বলে বোঝানো যাবে না।