জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিকের জীবনে নতুন সাফল্য।

জগদ্ধাত্রী সিরিয়ালে প্রধান চরিত্র, জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। এই সিরিয়ালে তুখোড় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক সকলের মন জয় করে। অভিনেত্রীর এই চরিত্র যেন তার অভিনয়ের মাধ্যমে প্রতিটি মেয়ের মনের মধ্যে সাহস জুগিয়ে তুলেছে। তাই এই সিরিয়ালের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে এবং এই সিরিয়াল তাকে সাফল্যের চূড়ায় নিয়ে পৌঁছেছে একের পর এক পুরস্কার অভিনেত্রী ঝুলিতে এসেই যাচ্ছে। এবারও সেই একই ঘটনা ঘটলো অঙ্কিতা মল্লিকের সাথে। দর্শকের বিচারে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতল অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।

এবারে আনন্দলোক পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। এমনকি শুধুমাত্র সেরা অভিনেত্রী নয় তার অভিনয়ের মাধ্যমে ধারাবাহিকটিও দর্শকের পছন্দের সেরা ধারাবাহিকের পুরস্কার অর্জন করেছে। সেরা ধারাবাহিক হতে গেলে শুধুমাত্র অভিনেত্রী নয় পাশাপাশি যে চরিত্রগুলো ওখানে অভিনয় করে তাদের প্রত্যেকের কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা ধারাবাহিক সেরা ধারাবাহিক হয়ে ওঠে।

তাই এটা শুধুমাত্র অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এর জয় নয় গোটা জগদ্ধাত্রী টিমের জয় বলতে পারেন। এখনকার সময় দাঁড়িয়ে কোন এক সিরিয়াল দু তিন মাস না হতে হতেই যেখানে বন্ধ হয়ে যায় সেখানে জগদ্ধাত্রী টানা দু’বছর পেরিয়েও এখনো চলছে। তাই এই ধারাবাহিক যে প্রশংসার যোগ্য সেটা ধারাবাহিকের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী তা প্রমাণ করে দিয়েছে। এমনকি সঙ্গে ডিরেক্টর তার অভিনব গল্প দিয়ে এই জগদ্ধাত্রী ধারাবাহিকটাকে অভিনব করে তুলেছে।

তাইতো দর্শকের মনে এতটা প্রশংসা পেয়েছে এই জগদ্ধাত্রী ধারাবাহিক। আনন্দলোক পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী সেটা তার instagram হ্যান্ডেলের শেয়ার করে নিয়েছে অভিনেত্রী দুটো পুরস্কারই নিজের দুই হাতের ধরে রয়েছে এবং অভিনেত্রীর মুখ থেকে যেন উচ্ছ্বাস ফেটে পড়ছে।

এটা তো হওয়ারই কথা অনেক কষ্টের পর যে সাফল্য আসে তাই অভিনেত্রীকে আমরা প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি।

Leave a Comment