বিয়ের এক মাস পূর্ণ। কীভাবে উৎযাপন করলো শ্বেতা রুবেল।

বিয়ের একমাস পূর্ণ হলো শ্বেতা ও রুবেলের। বহুদিন ভালোবাসার সম্পর্কে একসাথে দুজনেই দুজনের পাশে থেকেছে। এক মাস আগেই বিয়ে করেছেন। তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। বিয়ের আগে থেকেই একে অপরকে সবসময় আগলে রেখেছে। রুবেলের অসুস্থতার সময় শ্বেতা কে তার পাশে থেকে তার যত্ন নিতে দেখা গিয়েছে। যেকোনো পরিস্থিতিতে একে অপরকে সবসময় মানসিক ও শারীরিক ভাবে ভালো রাখার চেষ্টা করেছে।

শ্বেতার ইচ্ছেতেই বৈদিক মতে বিবাহ সম্পন্ন করেন তারা। সবারই বিয়ের অনুষ্ঠান খুবই ভালো লেগেছে। বিয়ের লুক থেকে রিসেপশন, আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তারা তাতে সকলে তাদেরকে ভালোবাসা দিয়েছে।

তাই এক মাসের বিবাহ সম্পন্ন হওয়ার খুশিটাও অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভোলেনি। শ্বেতা রুবেল। দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও এক মাসের বিবাহ বার্ষিকী পালন করতে ভোলেনি তারা। সুন্দর ভাবে সেজে দুইজনে গিয়েছিল ডিনার করতে আর সেই ছবিটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তারা। নিচে ক্যাপশনে লিখেছেন “এক মাসের বিবাহ বার্ষিকী পূর্ণ হলো না খেতে গেলে হয় “। আর এই ছবিটিতে অনুরাগীদের ভালোবাসা উপচে পড়ছে। সবাই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Comment