
মহাদেবের প্রিয় রাশি এই দুই রাশি যাদের ওপর মহাদেবের কৃপা দৃষ্টি সবসময় থাকে। সমস্ত বিপদের হাত থেকে এই দুই রাশির মানুষদের সবসময় রক্ষা করেন মহাদেব। আসুন জেনে নিই কোন দুই রাশির মানুষদের ওপর মহাদেব সবসময় প্রসন্ন থাকে।
কুম্ভ রাশি:- কুম্ভ রাশির মানুষেরা মহাদেবের প্রিয় রাশি। কিন্তু কেন?
আসলে কুম্ভ রাশির চিহ্ন হলো জলের। যেভাবে শিবের মাথার ওপর থেকে গঙ্গার ধারা বয়ে যায় সেভাবেই কুম্ভ রাশির চিহ্নে কলস থেকে জল পড়তে থাকে তাই মহাদেবের সঙ্গে একটি সংযোগ রয়েছে এই রাশির মানুষদের। শুধুমাত্র এইখানেই শেষ নয় এছাড়াও এই রাশির অধিপতি শনিদেব যিনি মহাদেবের অতি প্রিয়। তাই এই রাশির মানুষদের ওপর মহাদেব সবসময় প্রসন্ন থাকে। সকল বাধা বিপদ থেকে এই রাশির মানুষদের রক্ষা করেন মহাদেব। কর্মক্ষেত্রে সর্বদা উন্নতি করতে থাকে এই রাশির মানুষরা। সর্বদা জীবন উন্নতময় হয়ে থাকে।
মকর রাশি:- মহাদেবের প্রিয় আরেক রাশি হল মকর রাশি
মকর রাশির মানুষেরা মহাদেবের অতি প্রিয় একটি রাশির মানুষ। মকর রাশির অধিপতি দেবতা হলো শনিদেব। শনিদেব হল মহাদেবের ভক্ত। মহাদেব সবসময়ই শনিদেবের প্রতি প্রসন্ন থাকে। মহাদেব মকর রাশির মানুষদের ওপর সর্বদা দয়াশীল হয়ে থাকে। এই রাশির মানুষদের জীবন সবসময় মহাদেবের আর্শীবাদ ধন্য হয়ে থাকে।