শিবরাত্রি ২০২৫ সময়সূচি: বুধবার না বৃহস্পতিবার! কোনদিন শিবরাত্রি পালন করলে মহাদেবের কৃপা লাভ করবেন?

শিবরাত্রি ২০২৫ সময়সূচি: হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মহাশিবরাত্রি সবথেকে বড়ো ব্রত হিসেবে পালন করা হয়। এই দিনে শিব ও পার্বতীর বিয়ে দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণু। তাই আজও হিন্দু ধর্মের এই দিনটির বিশেষত্ব রয়েছে।এই দিনে ভক্তিভরে শিবের পূজা করলে সকল মনোকামনা পূর্ণ হয়। তাই এই দিনে প্রধানত বাড়ির মেয়ে বউরা সারাদিন উপোস থেকে সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেন। বিবাহিত মেয়েরা নিজেদের স্বামীর মঙ্গল কামনায় ও অবিবাহিত মেয়েরা নিজেদের ভালো স্বামী পাওয়ার জন্য এই পূজা করে থাকে।

হিন্দুধর্মের সবথেকে শ্রেষ্ঠ দেবতা হিসেবে মহাদেবকে মানা হয়। তাই মহাশিবরাত্রিতে শুধুমাত্র উপোস করলেই হবে না। দিনক্ষণ জেনে সঠিক নিয়মে পূজা করলে তবেই প্রসন্ন হবেন মহাদেব। তাই আসুন জেনে নেওয়া যাক কোনদিন শিবরাত্রির পূজা করলে মহাদেবকে প্রসন্ন করা যাবে।

মহাশিবরাত্রি ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালন করা হয়।২০২৫ সালের মহাশিবরাত্রি ২৬শে ফ্রেবুয়ারী বুধবার সকাল ৯টা ৪২ মিনিট থেকে পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা ২৯ মিনিট পর্যন্ত রয়েছে। ২৬ শে ফেব্রুয়ারিতে সারারাত ধরে চতুর্দশী তিথি রয়েছে। যেহেতু শিবরাত্রি রাত্রিতে পালন করা হয়,তাই বুধবার মহাশিবরাত্রি পালন করা হবে।ঐ দিন ভক্তিভরে মহাদেবের পূজা করলে মহাদেবকে প্রসন্ন করা সম্ভব।

Leave a Comment