Earthquake In Delhi! দিল্লির ভূমিকম্পে গর্জনের সাথে কেঁপে উঠল মাটি।

Earthquake in delhi: আবারো এক ভূমিকম্পের শিকার হলো দেশবাসী। দিল্লির এই ভূমিকম্প দেশবাসীর ঘুম কেড়ে নিল। সময় তখন ভোর পাঁচটা ছত্রিশ। তখনই দেশের রাজধানীতে ভূমিকম্পের শিকার হন দেশবাসী। দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়া দুর্গাবাই দেশমুখ কলেজ অফ সোশ্যাল এডুকেশনের জমির ঠিক নিচেই ছিল ভূমিকম্পের উৎসস্থল। মাটি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত ছিল ভূমিকম্পের উৎসস্থলটি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

কী ঘটেছিল সোমবারের ভোর সাড়ে পাঁচটায়?

সময়টা ছিল ভোর সাড়ে পাঁচটা। হঠাৎই দক্ষিণ দিল্লির মানুষরা বুঝতে পারে মাটি নড়ে উঠেছে এবং বিকট একটা শব্দ করছে। তখনই দেশবাসী খুবই আতঙ্কিত এবং ভয়ের সঙ্গে নিজেদের ঘর ছেড়ে বাইরে এসে জড়ো হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়াকে এই ভূমিকম্পের খবর নিজে থেকে দিয়েছেন। সেখানকার মানুষেরা জানান এরকম শব্দ করে ভূমিকম্প তারা এই প্রথমবার দেখছেন। তাই তারা খুবই আতঙ্কিত রয়েছেন। শব্দ হওয়ার আসল কারনটা হল মাটি থেকে ভূমিকম্পের উৎসস্থল খুবই কম ছিল মাত্র পাঁচ কিলোমিটার তাই এরকম বিকট শব্দ হয়েছে।

কেন দেশের রাজধানী দিল্লিতেই ভূমিকম্পটি ঘটলো?

কেনই বা দেশের রাজধানী দিল্লিতে ভূমিকম্পটি ঘটলো এর উত্তর খুবই সাধারণ। ভারতের ভূখণ্ডের ভৌগোলিক অবস্থানের জন্য দিল্লিতে ভূমিকম্প হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থরিটি (এনডিএমএ) র মতে ভারতীয় ভূখণ্ডের ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। সিসমিক জোন ম্যাপিং এর মধ্যে ভারতকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জোন ২, জোন ৩, জোন ৪ এবং জোন ৫। জোন ২ সবচেয়ে কম ক্ষতিগ্রস্থ এবং জোন ৫ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি জোন ৪ এর মধ্যে রয়েছে তাই এখানে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা এখানে ৬ কিংবা কখনো কখনো তা বেড়ে ৭-৮ ও হয়ে যেতে পারে।

যদি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে বেড়ে যায় তাহলে ৮ শতাংশ বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ৮৫ শতাংশ বাড়িতে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। অদূর ভবিষ্যতে এ নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

দিল্লির জনঘনত্ব অপেক্ষাকৃত বেশি তাই মানুষের চাহিদা মেটাতে অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন এই সব কিছু ভূমিকম্পের মাত্রা বাড়িয়ে দিতে পারে। শুধুমাত্র দিল্লি নয় ভারতীয় ভূখণ্ডের ভৌগোলিক অবস্থানের জন্য আরও বেশ কিছু জায়গায় ভূমিকম্প প্রবন এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।

দিল্লি ছাড়া ভারতের আর কোন কোন জায়গায় ভূমিকম্প দেখা দিতে পারে?

শুধুমাত্র দিল্লি নয়। দিল্লি ছাড়াও ভারতীয় ভূখণ্ডের ভৌগোলিক অবস্থানের জন্য আরও বেশ কিছু জায়গায় ভূমিকম্প দেখা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই ভূমিকম্প প্রবণ এলাকা গুলি।

জোন ৫ এর মধ্যে রয়েছে ভারতীয় ভূখণ্ডের ১১ শতাংশ এলাকা। এর মধ্যে রয়েছে গুজরাটের কিছু অংশ, উত্তরপ্রদেশের কিছু এলাকা,বিহারের দ্বারভাঙা এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে ভারতীয় উপমহাদেশের হিমালয় অঞ্চল টিও রয়েছে। এখানে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৮ ছাড়িয়ে যেতে পারে। এবং ক্ষয়ক্ষতির পরিমান খুবই বেশি হতে পারে। জোন ৪ এর মধ্যে রয়েছে ভারতীয় ভূখণ্ডের ১৮ শতাংশ এলাকা। জোন ৩ এর মধ্যে রয়েছে ভারতীয় ভূখণ্ডের ৩০ শতাংশ এলাকা আর বাকিটা রয়েছে জোন ২ এর মধ্যে।

Leave a Comment